ক্যাটাগরি: পুঁজিবাজার

লোকসানে মুন্নু এগ্রো

পুঁজিবাজারে তালিকাভুক্ত মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর–ডিসেম্বর) সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয় বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি ১০ পয়সা লোকসান হয়েছে, যেখানে আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ২৬ পয়সা।

চলতি হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে ছয় মাসে (জুলাই–ডিসেম্বর ২০২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ৪৪ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা ৪০ পয়সা।

এ সময়কালে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে মাইনাস ৫৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ধনাত্মক ৫৪ পয়সা।

এছাড়া, ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১০ টাকা ৯৫ পয়সা।

শেয়ার করুন:-
শেয়ার