পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর–ডিসেম্বর ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বুধবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় দ্বিতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল পর্যালোচনা ও অনুমোদনের পর তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে তিতাস গ্যাসের শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ১ টাকা ৪৩ পয়সায়, যা আগের বছরের একই সময়ে ছিল ৫ টাকা ২৮ পয়সা।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে ছয় মাসে (জুলাই–ডিসেম্বর ২০২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৯৫ পয়সা। বিপরীতে, গত বছরের একই সময়ে প্রতিষ্ঠানটি শেয়ারপ্রতি ৭ টাকা ১৯ পয়সা আয় করেছিল।
এদিকে আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থ প্রবাহ ছিল মাইনাস ৬ টাকা ৭ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল ৫ টাকা ৫৩ পয়সা।
অন্যদিকে, ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৫ টাকা ৯৮ পয়সায়।