সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, বুধবার (২৮ জানুয়ারি) কোম্পানিটির শেয়ার দর দশমিক ০৮ পয়সা বা ১০ দশমিক ৩৯ শতাংশ কমেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ১০.৩৯ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স লিমিটেডের শেয়ারদর ১০ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- দেশ গার্মেন্টস, ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্ট, ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্স, ফ্যামিলিটেক্স বিডি, ড্যাফোডিল কম্পিউটারস পিএলসি, ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড এবং রানার অটোমোবাইলস পিএলসি।
এমএন