ক্যাটাগরি: সারাদেশ

নির্বাচনী আচরণবিধি নিশ্চিতকরণে শরীয়তপুরে অভিযান

নির্বাচনী আচরণবিধি প্রতিপালন, নিশ্চিতকরণ ও জনস্বার্থ রক্ষায় শরীয়তপুর জেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিত অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) জেলার জাজিরা উপজেলার সেনেরচর এলাকায় জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকল্পে একটি অভিযান পরিচালনা করা হয়।

এ সময় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি সম্পর্কে অবহিত করা হয়। আচরণবিধি লঙ্ঘন করে স্থাপিত বিলবোর্ড অপসারণ করা হয়। একই সঙ্গে স্থানীয় জনগণের সঙ্গে গণভোট বিষয়ে মতবিনিময় করা হয়।

এছাড়া গোসাইরহাট উপজেলায় নির্বাচনী আচরণবিধি সঠিকভাবে প্রতিপালন করা হচ্ছে কিনা তা যাচাইয়ের লক্ষ্যে উপজেলার কয়েকটি বাজার পরিদর্শন করা হয়। এ সময় খোলাবাজারে জ্বালানি তেল বিক্রয় না করার বিষয়ে সতর্ক করা হয়। পাশাপাশি ইজিবাইক থেকে নির্বাচনী প্রচারণার পোস্টার অপসারণের নির্দেশ দেওয়া হয় এবং উপস্থিত স্থানীয় কয়েকজন নেতাকে আচরণবিধি মেনে চলার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

ভেদরগঞ্জ উপজেলার গৈড্যা বাজার, মোল্লার হাট ও পৌর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বোতলজাত পেট্রোল, ডিজেল ও অকটেন বিক্রয়কারী দোকানগুলোকে বিক্রি বন্ধ করার জন্য প্রাথমিকভাবে সতর্ক করা হয়। এছাড়া সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ৬টি মামলায় মোট ৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।

একই উপজেলার ছয়গাঁও ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের বিষয়ে একজন প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে পৃথক অভিযান পরিচালিত হয়। এ অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী আরও ১ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এমকে

শেয়ার করুন:-
শেয়ার