মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এর ১০ম বিশেষ সাধারণ সভা এবং ৪৭ তম বার্ষিক সাধারণ সভা শনিবার (২৪ জানুয়ারী ) যথাক্রমে সকাল ১০ টা ৩০ মিনিটে এবং দুপুর ১২ টায় ‘‘ডিজিটাল প্ল্যাটফর্মে” অনুষ্ঠিত হয়।
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
উক্ত সভাসমূহে সভাপতিত্ব করেন বিদ্যুৎ বিভাগের সচিব এবং কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ফারজানা মমতাজ। উভয় সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। এছাড়াও স্বাধীন পরিচালক, এমপিএল বোর্ড উম্মুল হাছনা; স্বাধীন পরিচালক, এমপিএল বোর্ড মোঃ আবদুল্লাহ আল মামুন; অতিরিক্ত সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ও পরিচালক, এমপিএল বোর্ড মোঃ জিয়াউল হক; যুগ্নসচিব, অর্থ বিভাগ এবং পরিচালক, এমপিএল বোর্ড রওনক জাহান; যুগ্ন সচিব ও পরিচালক (অর্থ), বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এবং পরিচালক, এমপিএল বোর্ড নাজনীন পারভীন; প্রফেসর, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পরিচালক, এমপিএল বোর্ড ড. মোঃ আলী আহম্মদ শওকত চৌধুরী; ডেল্টা লাইফ ইন্সুরেন্স পিএলসি এর প্রতিনিধি এবং শেয়ারহোল্ডার পরিচালক, এমপিএল বোর্ড জেয়াদ রহমান; ব্যবস্থাপনা পরিচালক (চঃ দাঃ), মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ও পরিচালক, এমপিএল বোর্ড মোঃ শাহীরুল হাসান এবং কোম্পানি সচিব ফারহানা আক্তার ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
উপরে বর্ণিত বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারবৃন্দ ভার্চুয়্যালি অংশগ্রহণ করে তাঁদের বক্তব্যে কোম্পানির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং কোম্পানির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। কোম্পানি ২০২৪-২০২৫ হিসাব বছরে ৬৬৪ দশমিক ৩২ কোটি টাকা কর উত্তর মুনাফা অর্জন করায় এবং শেয়ার প্রতি আয় ৬১ দশমিক ৩৯ টাকা হওয়ায় কোম্পানির পরিচালনা পর্ষদ ও সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদেরকে ধন্যবাদ জ্ঞাপন পূর্বক সন্তোষ প্রকাশ করা হয়। সভায় ২০০ শতাংশ নগদ লভ্যাংশের অনুমোদন প্রদান করা হয়।