সাধারণ মানুষের অধিকার আদায় এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় ১০ দলীয় ঐক্যবদ্ধ শক্তি ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে পটুয়াখালীর বাউফল উপজেলার পাবলিক মাঠে অনুষ্ঠিত ১০ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ-এর ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সমর্থনে আয়োজিত নির্বাচনী সমাবেশে যোগ দিতে পটুয়াখালী আসার পথে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে তিনি এ কথা বলেন।
জেলার প্রবেশদ্বার পায়রা সেতুর টোল পয়েন্টে হাসনাত আব্দুল্লাহকে স্বাগত জানান সাবেক ছাত্রশিবির নেতা ও পটুয়াখালী পৌরসভায় জামায়াত মনোনীত মেয়র প্রার্থী আব্দুল্লাহ আন নাহিয়ান।
তিনি বলেন, আমরা অনিয়ম, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে আপসহীনভাবে কাজ করবো। জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং গণতন্ত্র প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে বৈষম্য, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের শিকার। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্বের কোনো বিকল্প নেই। ১০ দলীয় ঐক্য সেই বিকল্প শক্তি হিসেবে জনগণের সামনে উপস্থিত হয়েছে।
তিনি আরও বলেন, দেশকে একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও ইসলামী মূল্যবোধসম্পন্ন রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করা জরুরি। এ লক্ষ্যে আসন্ন নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে ১০ দলীয় ঐক্যের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহা. ইসহাক মিয়ার সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ১০ দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতা ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন হাসনাত আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন মরহুম আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর (রহ.) পুত্র শামীম সাঈদী।
এমকে