ক্যাটাগরি: রাজনীতি

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোলা-২ (বোরহানউদ্দিন ও দৌলতখান) আসনে রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন এসেছে। এই আসন থেকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, বর্ষীয়ান আলেমে দ্বীন মুফতি মাওলানা ফজলুল করিমের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা এসেছে। কেন্দ্রীয় সংগঠনের নীতিগত সিদ্ধান্ত ও বৃহত্তর ঐক্যের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) এক বিশেষ বার্তায় ভোলা-২ আসনের নির্বাচন পরিচালক মো: মাকসুদূর রহমান ভোটারদের উদ্দেশ্যে এই সিদ্ধান্তের কথা জানান।

বার্তায় মাকসুদূর রহমান উল্লেখ করেন, বিগত এক বছর ধরে বোরহানউদ্দিন ও দৌলতখানের প্রতিটি অলিগলি এবং ঘরে ঘরে গিয়ে তারা যে গণজোয়ার ও ভালোবাসা পেয়েছেন, তা তাদের কাছে অমূল্য সম্পদ।

জনগণের এই স্বতঃস্ফূর্ত সমর্থন থাকা সত্ত্বেও সংগঠনের শৃঙ্খলার স্বার্থে এই ‘কঠিন সিদ্ধান্ত’ নিতে হয়েছে।

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, সাংগঠনিক শৃঙ্খলা, কেন্দ্রীয় সংগঠনের নীতিগত সিদ্ধান্ত মেনে চলা। উম্মাহর ঐক্য : বৃহত্তর ইসলাহি স্বার্থ এবং ইসলামী শক্তির ঐক্য বজায় রাখা। আদর্শিক দৃঢ়তা, এটি কোনো ভয় বা দুর্বলতা নয়; বরং আল্লাহর সন্তুষ্টির পথে একটি কৌশলগত অবস্থান।

এর আগে দলীয় সিদ্ধান্তে জামায়াত ইসলামী মনোনীত কয়েকজন প্রার্থী নির্বচন থেকে সরে দাঁড়িয়েছেন।

এমএন

শেয়ার করুন:-
শেয়ার