ক্যাটাগরি: রাজনীতি

জামায়াত প্রার্থীর পক্ষে পোস্ট করে বহিষ্কার হলেন ছাত্রদলের নেতা

জামায়াতের প্রার্থী মোস্তফা ফয়সাল পারভেজকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার অভিযোগে বগুড়া–৪ আসনের বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক সদস্য আশিকুর রহমান মতিনকে বহিষ্কার করেছে দলটির কেন্দ্রীয় সংসদ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং বিএনপির সাংগঠনিক নীতিমালার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আশিকুর রহমান মতিনের বিরুদ্ধে এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানানো হয়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও এর অঙ্গসংগঠনের সব নেতাকর্মীকে দলীয় সিদ্ধান্ত ও নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। এর বাইরে গিয়ে কোনো ব্যক্তি বা ভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীর পক্ষে প্রকাশ্যে অবস্থান নেওয়া দলীয় শৃঙ্খলার গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কৃত নেতা আশিকুর রহমান মতিন বগুড়া–৪ আসনে বিএনপির নির্বাচনী কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকলেও তার সাম্প্রতিক কর্মকাণ্ড দলের ভাবমূর্তি ও সাংগঠনিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে। এজন্য কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে দলের সব পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন:-
শেয়ার