ক্যাটাগরি: রাজনীতি

তাহাজ্জুদ পড়েই ভোট দিতে যাবেন: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ভোটারদের উদ্দেশে বলেছেন, অনেকে বলে ফজরের নামাজ পড়ে ভোট দিতে যাবেন। আমি বলি-এবার তাহাজ্জুদ পড়েই প্রস্তুতি নিন। ফজরের নামাজের আগেই ভোটকেন্দ্রে পৌঁছে জামাতে নামাজ আদায় করে সকাল ৭টায় ভোট দিন।

তিনি বলেন, সরকার গঠন করতে পারলে বিদেশে গমনেচ্ছুদের জন্য ভাষা ও কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে তারা দক্ষ ও স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারেন। আমরা চাই মানুষকে দক্ষ করে গড়ে তুলে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার গঠন করতে পারলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করা হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের কাছে সরাসরি সহায়তা পৌঁছে দেওয়া হবে, যাতে তারা সংসার সুন্দরভাবে পরিচালনা করতে পারেন। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের সার, বীজ ও কীটনাশক সরবরাহ করা হবে।

তারেক রহমান বলেন, ১৫০০ মানুষের জীবনের ত্যাগের বিনিময়ে আজ আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার পথে এগিয়ে যাচ্ছি। কিন্তু দুঃখজনকভাবে লক্ষ্য করছি, দেশের ভেতরে ও বাইরে কিছু মহল আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

পোস্টাল ব্যালট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে পাঠানো পোস্টাল ব্যালট কীভাবে লুটপাট হয়েছে, তা আপনারা দেখেছেন। যারা একসময় ভোট ডাকাতি করেছিল, তারা আবারও সেই একই ষড়যন্ত্রে নেমেছে।

নির্বাচনের আগে জান্নাতের টিকিট দেওয়ার প্রতিশ্রুতিকে ‘শিরক’ আখ্যা দিয়ে তিনি বলেন, বেহেশত ও দোজখের মালিক একমাত্র আল্লাহ। কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির পক্ষে জান্নাতের টিকিট দেওয়া সম্ভব নয়। যারা এ ধরনের কথা বলে, তারা মানুষকে বিভ্রান্ত করছে। একটি দল বলছে—এবার আমাদের দেখেন। কিন্তু ১৯৭১ সালে কী ভূমিকা তারা রেখেছিল, তা জাতি ভুলে যায়নি। লক্ষ মানুষের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, আর সেই দলটি তখন স্বাধীনতার বিরোধিতা করেছিল।

রাত সাড়ে ৮টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে জনসভার কার্যক্রম শুরু হয়। রাত সোয়া ১২টার দিকে তারেক রহমান মঞ্চে পৌঁছালে তিনি হাত নেড়ে জনতাকে শুভেচ্ছা জানান। এ সময় নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

জনসভায় তিনি কিশোরগঞ্জ জেলার ছয়টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন।

ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন—ড. ওসমান ফারুক (কিশোরগঞ্জ-৩), মাজহারুল ইসলাম (কিশোরগঞ্জ-১), অ্যাডভোকেট জালাল উদ্দীন (কিশোরগঞ্জ-২), সৈয়দ এহসানুল হুদা (কিশোরগঞ্জ-৫) সহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

এমকে

শেয়ার করুন:-
শেয়ার