আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থি দলগুলোতে প্রার্থীদের সংখ্যা বড়ো আকারে বেড়েছে বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি বলেন, নির্বাচনে মোট প্রার্থীর ৩৬ শতাংশের বেশি ইসলামপন্থি দলগুলোর। বিগত পাঁচটি নির্বাচনের মধ্যে এই হার সর্বোচ্চ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামা বিশ্লেষণের মাধ্যমে প্রস্তুতকৃত ‘হলফনামায় প্রার্থী পরিচিতি ২০২৬’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ এবং কেওয়াইসি ড্যাশবোর্ড উন্মুক্তকরণ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় সংস্থাটি।
টিআইবি জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ১৯৮১ জন। প্রথমবার নির্বাচন করছেন ১৬৯৬ জন। এতে ১৩ শতাংশ স্বতন্ত্র, ৮৭ শতাংশ রাজনৈতিক দলের প্রার্থী রয়েছেন। এ ছাড়া ৩৬ শতাংশ ইসলামী দলের প্রার্থী প্রায় ৭৬ দশমিক ৪২ শতাংশ প্রার্থী স্নাতক পাস। প্রার্থীদের মধ্যে ৪৮ শতাংশ ব্যবসায়ী।
টিআইবি জানায়, নির্বাচনে প্রার্থীদের মধ্যে রাজনীতিকে পেশা হিসেবে দেখিয়েছেন ১ দশমিক ৫৬ শতাংশ প্রার্থী। প্রার্থীদের মধ্যে বছরে ১ কোটি টাকা আয় করেন এমন প্রার্থী সংখ্যা ১২৪ জন। ১০০ কোটি টাকার বেশি অস্থাবর সম্পদ আছে এমন প্রার্থী ১৩ জন।
কোটিপতি প্রার্থীদের তালিকা করেছে টিআইবি। কোটিপতি প্রার্থীদের মধ্যে বিএনপির রয়েছেন ৭১ দশমিক ৮৬ শতাংশ প্রার্থী, জামায়াতের ১৯ দশমিক ৮৫ শতাংশ প্রার্থী, জাতীয় পার্টির ১৮ দশমিক ৪৯ শতাংশ প্রার্থী, এনসিপির ১৪ দশমিক ৬৩ শতাংশ প্রার্থী রয়েছেন। একশ কোটি টাকা মালিক রয়েছেন ২৭ জন প্রার্থী।
নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে ৫৩০ জন প্রার্থীর বিরুদ্ধে মামলা আছে, যা মোট প্রার্থীর ২২ দশমিক ৬৬ শতাংশ। এ ছাড়া মোট প্রার্থীর সাড়ে ২৫ শতাংশ ঋণগ্রস্ত বলেও জানিয়েছে টিআইবি।
এমকে