জুলাই যোদ্ধাদের সাথে নিয়ে ঢাকা-৫ আসনে ১০ দলীয় ঐক্যের প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতিকের কামাল হোসেনের পক্ষে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কে ১০দলীয় ঐক্যের ঢাকা-৫ আসনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের নেতৃত্বে জুলাই যোদ্ধাদের উপস্থিতিতে দাঁড়িপাল্লার প্রতিকে জোটের প্রার্থী কামাল হোসেনের পক্ষে নির্বাচনী প্রচারণার উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, ঢাকা-৫ আসনের প্রার্থী কামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক এস এম শাহরিয়ার, নেজামে ইসলামী পার্টির নায়েবে আমীর আল্লামা মোখলেসুর রহমান কাসেমী, বাংলাদেশ খেলাফত মজলিসের সমন্বয়ক মুফতি আব্দুল্লাহ বিন কাসেমী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের কর্ম পরিষদ সদস্য আব্দুস সালাম, খেলাফত মজলিসের আব্দুর রহমান, জুলাই যোদ্ধা নূর আলম আজাদ, রবিউল করিম, হোসাইন আহমদ, জামাল উদ্দিন, আবু বক্কর তুহিন, আইনাল হক, মিজানুর রহমানসহ ১০দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ।
এমকে