ক্যাটাগরি: রাজনীতি

নির্বাচনী প্রচারণায় আজ যেসব জেলায় যাবেন তারেক রহমান

নির্বাচনী প্রচারণায় আজ বৃহস্পতিবার সিলেট বিভাগ ও ঢাকা বিভাগের একাধিক জেলায় জনসমাবেশে অংশ নিবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

দলটির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, দিনব্যাপী এই কর্মসূচির সূচনা হবে সিলেট থেকে এবং শেষ হবে নারায়ণগঞ্জে।

বুধবার (২১ জানুয়ারি) রাতে তারেক রহমান সিলেটে পৌঁছান। সফরের শুরুতেই তিনি মাজার জিয়ারত করেন এবং সিলেটেই রাত্রিযাপন করেন।

আজ বেলা ১১টা ৩০ মিনিটে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের।

এরপর দুপুর ১টায় মৌলভীবাজারের শেরপুর আইনপুর খেলার মাঠে অনুষ্ঠিত হবে পরবর্তী সমাবেশ।

দুপুর ২টা ৩০ মিনিটে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে জনসভায় অংশ নেবেন তিনি।

বিকাল ৪টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল মাঠে আরেকটি সমাবেশে বক্তব্য রাখার সূচি রয়েছে।

এরপর বিকাল ৫টায় কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে জনসমাবেশে যোগ দেবেন তারেক রহমান।

সন্ধ্যা ৭টায় নরসিংদী পৌর পার্ক সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হবে পরবর্তী সমাবেশ।

দিনের শেষ কর্মসূচি হিসেবে রাত ৮টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জের আড়াইহাজার অথবা রূপগঞ্জের গাউসিয়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের।

বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এই সফরসূচিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।

শেয়ার করুন:-
শেয়ার