আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো: শাহজাহান মিয়া দাঁড়িপাল্লার প্রতীক গ্রহন করেছেন।
বুধবার (২১ জানুয়ারি) চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার মতবিনিময় সভা ও প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হয়।
প্রতীক সংগ্রহ উপলক্ষে জেলা রির্টানিং কার্যালয় সামনে সকাল থেকেই চাঁদপুর সদর-হাইমচর এলাকার জামায়াতে ইসলমীর হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়। নির্বাচনী প্রতীক গ্রহন শেষে দাঁড়িপাল্লার প্রার্থী এডভোকেট মো: শাহজাহান মিয়া নেতা-কর্মীদের সাথে নিয়ে আনন্দ মিছিল বের করেন।
প্রতীক বরাদ্দ গ্রহনকালে উপস্থিত ছিলেন চাঁদপুর শহর জামায়াতের আমীর এডভোকেট মো: শাহজাহান খান, সদর আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, শহর সেক্রেটারী বেলায়েত হোসেন শেখ, সদর সেক্রেটারী জুবায়ের হোসেন, ইসলামী ছাত্র শিবিরের চাঁদপুর শহর সভাপতি জাহিদুল ইসলাম, হাইমচর উপজেলা জামায়াতের সেক্রেটারী জসিম উদ্দিন, শহর জামায়াতের সহকারী সেক্রেটারী সাইফুল ইসলাম সবুজ, জামায়াত নেতা এডভোকেট মামুন মিয়াজী, আব্দুল হাই লাভলু।
নির্বাচনী প্রতীক গ্রহণ শেষে এডভোকেট শাহজাহান মিয়া বলেন, আমি নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে জনগণের কাছে যাব। ইনশাআল্লাহ চাঁদপুরবাসী ন্যায়, ইনসাফ ও সৎ নেতৃত্বের পক্ষে রায় দেবেন।
চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) এ আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক অ্যাডভোকেট শাহাজাহান মিয়া, বিএনপির প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক ধানের শীষ, গনফোরামের সেলিম আকবর উদীয়মান সুর্য, গণঅধিকার পরিষদের জাকির হোসেন ট্রাক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কমরেড জাহাঙ্গীর হোসেন কাস্তে, ইসলামী আন্দোলন মো: জয়নাল আবেদীন হাতপাখা, ইসলামী ফ্রান্ট আহসান উল্যাহ মোমবাতি প্রতীক সহ সাতজন প্রার্থী প্রতীক বরাদ্দ সংগ্রহ করেন।