পুঁজিবাজারের বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাজারের বিভিন্ন অংশীজন। বৈঠকে তারা শেয়ারবাজারের কাঠামোগত দুর্বলতা, বিনিয়োগকারীদের আস্থাহীনতা ও উন্নয়নসংক্রান্ত নানা বিষয় তুলে ধরেন। এসব সমস্যা মনোযোগ দিয়ে শোনেন তারেক রহমান এবং ভবিষ্যতে দেশ ও পুঁজিবাজারের স্বার্থে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
বুধবার (২০ জানুয়ারি) গুলশানে তারেক রহমানের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)-এর নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠকে ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম, পরিচালক মিনহাজ মান্নান ইমন ও রিচার্ড ডি’ রোজারিও, ডিবিএর সভাপতি সাইফুল ইসলাম এবং বিএমবিএর সেক্রেটারি সুমিত পোদ্দারসহ সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতৃবৃন্দ অংশ নেন।
বৈঠক সূত্রে জানা যায়, পুঁজিবাজারের অংশীজনরা বাজারের বর্তমান চ্যালেঞ্জ, নীতিগত সংস্কার এবং ভবিষ্যৎ সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় তারেক রহমান ধৈর্যসহকারে সব বক্তব্য শোনেন এবং বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে পুঁজিবাজারের সার্বিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন।
এ বিষয়ে ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেন, বিএনপির চেয়ারম্যান অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাদের সমস্যাগুলো শুনেছেন। তিনি আশ্বাস দিয়েছেন যে, বিএনপি ক্ষমতায় এলে শেয়ারবাজারের কাঠামোগত সংস্কার, বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার এবং বাজারকে আধুনিক ও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। দেশের আর্থিক খাতের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে পুঁজিবাজারকে সুসংগঠিত করাই ছিল আলোচনার মূল লক্ষ্য।