সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এপেক্স ট্যানারি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, মঙ্গলবার (২০ জানুয়ারি) কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৮০ পয়সা বা ৫ দশমিক ২৯ শতাংশ কমেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল রিজেন্ট টেক্সটাইল মিলস। কোম্পানিটির শেয়ার দর ৫.২৬ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ ওয়েলডিং ইলেক্ট্রোডসসের শেয়ারদর ৫.০৩ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- নুরানী ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেড, সি অ্যান্ড এ টেক্সটাইলস, আইসিবি ইসলামিক ব্যাংক, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, মাইডাস ফাইন্যান্স, এইচ আর টেক্সটাইল এবং একটিভ ফাইন কেমিক্যালস লিমিটেড।
এমকে