ক্যাটাগরি: পুঁজিবাজার

মূলধন শক্তিশালী করতে পূবালী ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড উত্তোলন

ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড সফলভাবে পূবালী ব্যাংক পিএলসির ৫০০ কোটি টাকার পঞ্চম সাব-অর্ডিনেটেড বন্ডের অর্থ উত্তোলন সম্পন্ন করেছে। এটি পূবালী ব্যাংকের সঙ্গে ইউসিবি ইনভেস্টমেন্টের চতুর্থ মাইলফলক লেনদেন।

সম্প্রতি ঢাকায় পূবালী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে এ উপলক্ষে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বন্ডটির অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। এই বন্ড থেকে সংগৃহীত অর্থ পূবালী ব্যাংকের টায়ার-টু মূলধন ভিত্তি শক্তিশালী করতে সহায়তা করবে, যা ব্যাংকটির ঋণ কার্যক্রম সম্প্রসারণে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী এবং ইউসিবি ইনভেস্টমেন্টের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানজীম আলমগীরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এমকে

শেয়ার করুন:-
শেয়ার