ক্যাটাগরি: পুঁজিবাজার

প্রাইম ফাইন্যান্সের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, সোমবার (১৯ জানুয়ারি) কোম্পানিটির শেয়ার দর ৮ পয়সা বা ৭ দশমিক ০৯ শতাংশ কমেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান। কোম্পানিটির শেয়ার দর ৭.৫ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা জিএসপি ফাইন্যান্সের শেয়ারদর ৬.৬৬ শতাংশ কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ইস্টার্ন ইন্স্যুরেন্স পিএলসি, জিলবাংলা সুগার, শ্যামপুর সুগার, বিডি ওয়েলডিং, বিডি ল্যাম্পস, জাহিন স্পিনিং এবং এপেক্স ফুডস লিমিটেড।

এমকে

শেয়ার করুন:-
শেয়ার