ক্যাটাগরি: জাতীয়

রাজনৈতিক দলগুলোর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে: ইসি আনোয়ারুল

নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর অভিযোগ খতিয়ে দেখার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি।

এসময় তিনি বলেন, আপিল শুনানিতে মনে হয়েছে, একটি ভালো প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে। প্রার্থীরা যেভাবে শুনানিতে নিজেদের বক্তব্য রেখেছেন, ভোটের মাঠেও তারা সেই ধারাবাহিকতা বজায় রাখবেন বলে মনে করে কমিশন।

ইসি আনোয়ারুল ইসলাম জানান, কমিশন কোনো রাজনৈতিক দলের চাপে নেই। সবাই চায় ভালো নির্বাচন, কমিশনও তাই চায়। এ সময় তিনি ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।

এমকে

শেয়ার করুন:-
শেয়ার