ক্যাটাগরি: বীমা

বীমা রেগুলেশন অধ্যাদেশ ও বীমা আইন সংশোধনী পর্যালোচনায় বৈঠক, সময় চাইল বিআইএ

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) কর্তৃক প্রস্তাবিত ‘বীমাকারীর রেগুলেশন অধ্যাদেশ, ২০২৫’ এবং বীমা আইন ২০১০-এর সংশোধিত খসড়া পর্যালোচনা উপলক্ষে দুটি বৈঠকের আয়োজন করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। তবে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্ট সাইদ আহমেদ নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় নির্বাচনের পর সভা আয়োজন করার জন্য অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর পাঠানো এক চিঠিতে সংগঠনটি জানায়, সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১১টা এবং দুপুর ২টায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব (বীমা ও পুঁজিবাজার অনুবিভাগ) মো. সাদিক কুতুবের সভাপতিত্বে আইডিআরএ’র সম্মেলন কক্ষে দুটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু সংগঠনটির প্রেসিডেন্ট নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় সভাগুলো পেছানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, বিআইএ’র প্রেসিডেন্ট সাইদ আহমেদ এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হওয়ায় বর্তমানে ঢাকার বাহিরে অবস্থান করছেন। তাই সভাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় তার উপস্থিত থাকা একান্ত প্রয়োজন। এ কারণে নির্বাচনের পর সুবিধাজনক সময়ে সভা আয়োজন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বিআইএ।

এমকে

শেয়ার করুন:-
শেয়ার