ক্যাটাগরি: কর্পোরেট সংবাদ

পুঁজিবাজারের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে সম্মেলন করবে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ

জাতীয় নির্বাচন-পরবর্তী প্রেক্ষাপটে দেশের সামগ্রিক অর্থনৈতিক গতিপথ, রাজনৈতিক বাস্তবতা এবং পুঁজিবাজারের ভবিষ্যৎ সম্ভাবনা ও কাঠামোগত রূপান্তর নিয়ে একটি বিশেষ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড।

“পোস্ট ইলেকশন ২০২৬ হরাইজন: ইকোনমি, পলিটিক্স অ্যান্ড ক্যাপিটাল মার্কেট” শীর্ষক এই সম্মেলন আগামী ২০ জানুয়ারি (মঙ্গলবার) রাজধানীর বনানীতে অবস্থিত শেরাটন হোটেলে অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে ৬টায় সম্মেলনটি শুরু হওয়ার কথা রয়েছে।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়াও আলোচক হিসেবে অংশ নেবেন আরএপিআইডির চেয়ারম্যান ও অর্থনীতিবিদ ড. এম এ রাজ্জাক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মো. সাইফুদ্দিন এবং সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাশরুর আরেফিন।

এ সম্মেলনে দেশি-বিদেশি বিনিয়োগকারী, অর্থনীতিবিদ, নীতিনির্ধারক, পুঁজিবাজার বিশ্লেষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। তারা নির্বাচন-পরবর্তী অর্থনৈতিক পরিবেশ, রাজনৈতিক বাস্তবতা এবং পুঁজিবাজারের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতামত উপস্থাপন করবেন।

এমকে

শেয়ার করুন:-
শেয়ার