ক্যাটাগরি: রাজনীতি

নির্বাচন কমিশন ভবনের সামনে ছাত্রদলের বিক্ষোভ

পোস্টাল ব্যালটে পক্ষপাতিত্বসহ নানা অনিয়মের অভিযোগে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে বিক্ষোভ করছে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল।

রোববার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

আন্দোলনকারীরা জানান, পোস্টাল ব্যালটসহ নানা অভিযোগ নিয়ে বিক্ষোভ করেছেন ছাত্রদল নেতাকর্মীরা। তাদের দাবি, ব্যালটে ধানের শীষ প্রতীক এমন জায়গায় রাখা হয়েছে, সেটা পক্ষপাতিত্ব করা হয়েছে।

এর আগে, নির্বাচন কমিশনের সামনে ছাত্রদল শীর্ষ নেতারা অবস্থান নেন। আশপাশেও অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। তারা নানা স্লোগান দিচ্ছেন। ছাত্রদলের নেতাকর্মীরা বলছেন, কর্মসূচি চলতে থাকবে। আশ্বাস পেলে সরে যাবেন।

ছাত্রদলের কর্মসূচি ঘিরে নিরাপত্তা কার্যক্রম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিন আজ। সকাল ১০টা থেকে শুরু হয়ে শুনানি চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এমকে

শেয়ার করুন:-
শেয়ার