ক্যাটাগরি: সারাদেশ

সখিপুরে ওসিকে আহত করে পালালেন ছাত্রলীগ নেতা

শরীয়তপুরের সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন সখিপুর বাজারে অভিযানের সময় আহত হয়েছেন। এ ঘটনায় সখিপুর থানা ছাত্রলীগের সভাপতি সোমেল সরদারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

শনিবার (১৭ জানুয়ারি) সখিপুর বাজারে খোলা জ্বালানি তেল (পেট্রোল) বিক্রি বন্ধে সতর্কতামূলক নির্দেশনা দিতে বাজারে যান ওসি মো. নাজিম উদ্দিন। এ সময় বাজারে অবস্থানরত এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে ডেকে পরিচয় জানতে চান ওসি।

পুলিশ সূত্রে জানা যায়, এক পর্যায়ে ওই ব্যক্তির রাজনৈতিক পরিচয় জানতে চাইলে তিনি পালানোর চেষ্টা করেন। ওসির সহযোগী ও একজন উপপরিদর্শক (এসআই) তাকে ধরতে গেলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় ওসি মো. নাজিম উদ্দিন আহত হন এবং ওই ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

আহত অবস্থায় ওসিকে সঙ্গীয় ফোর্স ও স্থানীয়দের সহায়তায় নিকটবর্তী একটি ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসকদের ভাষ্যমতে, তার বাম হাতের কনিষ্ঠ আঙুলে আঘাত লাগে এবং নখ উঠে যায়।

সাজেদা জাব্বার হাসপাতালের চিকিৎসক সুজন চন্দ্র দাস জানান, ওসি সাহেব আঙুলে জখম নিয়ে আমাদের কাছে আসেন। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে ওসি মো. নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি খোলা জ্বালানি তেল বিক্রি বন্ধে বাজারে গিয়েছিলেন। ঘটনার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

অভিযুক্ত হিসেবে উল্লেখ করা সখিপুর থানা ছাত্রলীগের সভাপতি সোমেল সরদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এমকে

শেয়ার করুন:-
শেয়ার