ক্যাটাগরি: রাজনীতি

জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ ছিল ‘নিয়মিত কার্যক্রমের অংশ’: নয়াদিল্লি

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় কূটনীতিকের যে ‘গোপন’ সাক্ষাতের কথা সংবাদমাধ্যমে এসেছে, সেটা ‘নিয়মিত কূটনৈতিক যোগাযোগের অংশ’ ছিল বলে দাবি করেছে নয়াদিল্লি।

সাক্ষাতের খবর সামনে আসার প্রায় দুই সপ্তাহ পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমন বক্তব্য এল বলে ‘হিন্দুর’ খবরে বলা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার এক ব্রিফিংয়ে বলেন, “আপনারা জানেন, বাংলাদেশের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে। আমাদের হাই কমিশনের কর্মকর্তারা নিয়মিতভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাৎ করেন।

“জামায়াতে ইসলামীর সঙ্গে ভারতের এই যোগাযোগকেও সেই প্রেক্ষাপটেই দেখা উচিত।”

ডিসেম্বরের শেষ দিকে রয়টার্সকে একটি সাক্ষাৎকার দেন জামায়াত আমির শফিকুর রহমান, যেটি প্রকাশিত হয় ৩১ ডিসেম্বর।

সেখানে তিনি বলেন, ভারতের এক কূটনীতিক তার সঙ্গে দেখা করতে এসেছিলেন, তবে ভারতের ইচ্ছায় সেই সাক্ষাতের তথ্য প্রকাশ করা হয়নি।

জামায়াত আমিরের সঙ্গে ভারতীয় কূটনীতিকের সাক্ষাৎ হওয়ার খবরটি সামনে আসে এমন এক দিনে, যেদিন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষশ্রদ্ধা জানাতে ঢাকায় ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

সেদিন রয়টার্সের খবর ধরে দেশীয় সংবাদমাধ্যমের খবরে সেই বৈঠককে ‘গোপন’ বলায় পরের দিন ‘তীব্র নিন্দা’ জানান শফিকুর রহমান।

নিজের ফেইসবুক আইডিতে তিনি লেখেন, ২০২৫ সালের মাঝামাঝি সময়ে ভারতের দুই কূটনীতিকের সঙ্গে তার বৈঠক হয়েছিল। তাদের ইচ্ছাতেই তখন সেটি প্রকাশ করা হয়নি, তবে ‘এখানে গোপনীয়তার কিছু নেই’।

শেয়ার করুন:-
শেয়ার