ক্যাটাগরি: পুঁজিবাজার

ডিএসইর বাজার মূলধন বেড়েছে এক হাজার ২৬০ কোটি টাকা

চলতি সপ্তাহে দেশের পুঁজিবাজারে সব মূল্য সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। অন্যদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ১ হাজার ২৬০ কোটি টাকা।

সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে শূন্য দশমিক ১৮ শতাংশ বা ১ হাজার ২৬০ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৪ হাজার ৪৪০ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ৬ লাখ ৮৩ হাজার ১৮০ কোটি টাকা।

চলতি সপ্তাহে ডিএসইতে কমেছে সব কয়টি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৩৯.৫৬ পয়েন্ট বা ০.৭৯ শতাংশ। তবে ডিএসই-৩০ সূচক কমেছে ২.২২ পয়েন্ট বা ০.১২ শতাংশ। আর ডিএসইএস সূচক কমেছে ১৪.৮৭ পয়েন্ট বা ১.৪৭ শতাংশ।

ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৯০০ কোটি ৬০ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ২ হাজার ৩৭২ কোটি ৭২ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন কমেছে ৪৭২ কোটি ১২ লাখ টাকা।

আর প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৯৪ কোটি ৪২ লাখ টাকা বা ১৯.৯০ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৩৮০ কোটি ১২ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৪৭৪ কোটি ৫৪ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৮৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৯৩টি কোম্পানির, কমেছে ২৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের দাম।

এদিকে সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ০.৫১ শতাংশ ও ০.৩৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩৯২১.৭৬ পয়েন্টে ও ৮৬২২.০৯ পয়েন্টে।

এছাড়া সিএসই-৫০ সূচক কমেছে ০.৪৪ শতাংশ। সূচকটি অবস্থান করছে ১০৭৭.০৬ পয়েন্টে। আর সিএসই-৩০ সূচক ০.০৮ শতাংশ ও সিএসআই সূচক ০.৯৫ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৪৭৭.৯৬ পয়েন্টে ও ৮৫২.৩১ পয়েন্টে।

চলতি সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ৩২ কোটি ৮১ লাখ টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ৭২ কোটি ৮০ লাখ টাকা। সপ্তাহ ব্যবধানে লেনদেন কমেছে ৩৯ কোটি ৯৯ লাখ টাকা।

সপ্তাহজুড়ে সিএসইতে ২৭৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৮৫টির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির কোম্পানির শেয়ার দর।

এমকে

শেয়ার করুন:-
শেয়ার