হাফ ভাড়া দেয়ায় চবির দুই শিক্ষার্থীকে মারধর

হাফ ভাড়া দেয়ায় চবির দুই শিক্ষার্থীকে মারধর
হাফ ভাড়া দেয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে বাসের চালক ও হেল্পারের বিরুদ্ধে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে অবরোধ করেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টরের আশ্বাসে অবরোধ স্থগিত করেন তারা।

জানা গেছে, ম্যানেজমেন্ট বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্র অমিত মাহমুদ রাফি ও ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র মো. রবিন দ্রুতযান বাসে ক্যাম্পাসে আসছিলেন। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয়ে হাফ ভাড়া দিতে গেলে সেটি না নিয়ে তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান বাসের হেল্পার। পরে বাসের চালক ও হেল্পার মিলে ওই দুই শিক্ষার্থীকে মারধর করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. আতিকুর রহমান বলেন, বাস ভাড়া দেয়া নিয়ে হাতাহাতি হয়েছে। পুলিশসহ বাসের হেল্পার এবং ড্রাইভারদের সঙ্গে ভুক্তভোগী শিক্ষার্থীরা বসে বিষয়টা সমাধান করবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ঢাবির সাবেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা
এসএসসির আগেই শিক্ষক নিবন্ধনের পরীক্ষা
নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, ৩৬ বছরেও আবেদনের সুযোগ
প্রাথমিকে বাৎসরিক ছুটি বাড়িয়ে নতুন তালিকা প্রকাশ
এইচএসসি পাসে চাকরি দেবে আগোরা
নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়
আজ ৪৬তম বিসিএসের আবেদনের শেষ সময়
থার্টি ফার্স্ট নাইটে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
আইআইএবি’র এজিএমে বোর্ড অব গভর্নরসের ১০ সদস্য নির্বাচিত
বসুন্ধরা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ জানুয়ারি