ক্যাটাগরি: বীমা

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের পরিচালক নির্বাচনে অনিয়ম, ৫ পরিচালক অপসারণের নির্দেশ

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএসসির ২৫তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুষ্ঠিত পরিচালক নির্বাচন সংক্রান্ত অনিয়ম প্রমাণিত হওয়ায় অবৈধভাবে বিজয়ী ঘোষিত পাঁচজন পরিচালককে অপসারণের নির্দেশ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ(আইডিআরএ)। একই সঙ্গে বিধিমালা অনুযায়ী প্রকৃতভাবে নির্বাচিত প্রার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে পরিচালনা পর্ষদে নিয়োগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি আইডিআরএ’র আইন অনুবিভাগের পরিচালক মোহা. আব্দুল মজিদ স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত বছরের ১৬ আগস্ট অনুষ্ঠিত সাধারণ সভায় বীমাকারীর ‘পরিচালক নির্বাচন বিধিমালা ২০২৪’-এর বিধি ১১(২) লঙ্ঘন করে যথাযথভাবে ভোট গণনা না করে উদ্যোক্তা পরিচালক অংশে এবিএম কায়কোবাদ, মো. মাসুদুর রহমান ও তাহমিনা আফরোজ এবং জনসাধারণ পরিচালক অংশে জিয়া উদ্দিন পোদ্দার ও মো. সাইফুল ইসলামকে বিজয়ী ঘোষণা করা হয়- এমন অভিযোগ ওঠে।

অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্তের জন্য গত বছরের ২৭ আগস্ট নিরীক্ষা প্রতিষ্ঠান মাহফেল হক অ্যান্ড কোম্পানিকে নিয়োগ দেওয়া হয়। তদন্ত শেষে দাখিল করা প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, পরিচালক নির্বাচন বিধিমালা ২০২৪-এর বিধি ১১(২) লঙ্ঘন করে যথাযথ ভোট গণনা ছাড়াই অপেক্ষাকৃত কম ভোটপ্রাপ্ত প্রার্থীদের বেআইনিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

তদন্ত প্রতিবেদনে উপস্থাপিত তথ্য অনুযায়ী, বিধিমালা অনুসারে সঠিকভাবে ভোট গণনা করা হলে উদ্যোক্তা পরিচালক অংশে মোহাম্মদ মফিজউদ্দিন, ফারজানা রহমান ও আনোয়ার হোসাইন চৌধুরী এবং জনসাধারণ পরিচালক অংশে নাফিসা সালমা ও মোহাম্মদ ওসমান গণি বৈধভাবে নির্বাচিত হতেন। তবে এসব প্রার্থীকে বাদ দিয়ে অনিয়মের মাধ্যমে অন্যদের বিজয়ী ঘোষণা করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, এ ধরনের বেআইনি কার্যক্রম বীমাকারীর সুশাসন, বীমা পলিসিধারক, শেয়ারহোল্ডার এবং সর্বোপরি জনস্বার্থের জন্য ক্ষতিকর। এমতাবস্থায়, বীমা আইন ২০১০-এর ধারা ৫০(১) অনুযায়ী নির্দেশক্রমে অবৈধভাবে বিজয়ী ঘোষিত উদ্যোক্তা পরিচালক অংশে এবিএম কায়কোবাদ, মো. মাসুদুর রহমান ও তাহমিনা আফরোজ এবং জনসাধারণ পরিচালক অংশে জিয়া উদ্দিন পোদ্দার ও মো. সাইফুল ইসলামকে পরিচালনা পর্ষদের পরিচালক পদ থেকে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে, পরিচালক নির্বাচন বিধিমালা ২০২৪ অনুযায়ী প্রকৃতভাবে নির্বাচিত উদ্যোক্তা পরিচালক অংশে মোহাম্মদ মফিজউদ্দিন, ফারজানা রহমান ও আনোয়ার হোসাইন চৌধুরী এবং জনসাধারণ পরিচালক অংশে নাফিসা সালমা ও মোহাম্মদ ওসমান গণিকে আগামী ২০ কার্যদিবসের মধ্যে পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছে আইডিআরএ।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার