বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের জন্য নতুন আল্টিমেটাম দিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। আগামীকাল (বুধবার) দুপুর ১টার মধ্যে তিনি পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিপিএলের ম্যাচ শুরুর আগেই নাজমুল ইসলামকে পদত্যাগ করতে হবে। অন্যথায় ক্রিকেটাররা সম্মিলিতভাবে খেলায় না নামার সিদ্ধান্ত নিয়েছেন।
মঙ্গলবার রাতে জুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিঠুন বলেন, ‘ক্রিকেটারদের নিয়ে নাজমুল ইসলামের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের প্রতিবাদেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি ক্রিকেটারদের সম্মান ও পেশাদারিত্বের সঙ্গে সাংঘর্ষিক বলেও উল্লেখ করেন তিনি।’
এমকে