ভারতে চায়ের দাম বৃদ্ধি পেয়েছে ৪৮%

ভারতে চায়ের দাম বৃদ্ধি পেয়েছে ৪৮%
মহামারী করোনাভাইরাসের জের ধরে ভারতে চায়ের বাজার চাঙ্গা হয়েছে। এ ধারাবাহিকতায় গত বছর ২০২০ সালের শুরু থেকে নভেম্বর পর্যন্ত দেশটিতে পানীয় পণ্যটির দাম আগের বছরের তুলনায় ৪৮ শতাংশ বৃদ্ধি পেয়ে কেজিপ্রতি ২০০ রুপি ছাড়িয়ে গেছে। টি বোর্ড অব ইন্ডিয়ার সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিজনেস লাইন ও বিজনেস রেকর্ডার সূত্রে এ তথ্য জানা যায়।

বিশ্বের দ্বিতীয় শীর্ষ চা উৎপাদনকারী এবং রফতানিকারক দেশ হচ্ছে ভারত। দেশটি পানীয় পণ্যটির বৈশ্বিক রফতানি বাণিজ্যের ১২ দশমিক ৬ শতাংশ এককভাবে জােগান দেয়। টি বোর্ড অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০১৯ সালের জানুয়ারি-নভেম্বর সময়ে ভারতের বাজারে প্রতি কেজি চায়ের গড় দাম ছিল ১৪৫ দশমিক ৯৩ রুপি। গত বছরের একই সময়ে দেশটিতে পানীয় পণ্যটির গড় দাম কেজি প্রতি ২১৫ দশমিক ৯০ রুপিতে উঠেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪৭ দশমিক ৯৫ শতাংশ বেশি। সেই হিসেবে ভারতে এক বছর ব্যবধানে ভারতে চায়ের গড় দাম কেজিতে ৬৯ দশমিক ৯৭ রুপি বৃদ্ধি পেয়েছ।

এর মধ্যে আসাম, পশ্চিমবঙ্গসহ ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোয় চায়ের গড় দাম বৃদ্ধি পেয়েছে ৫৩ দশমিক ২৩ শতাংশ। গত বছরের জানুয়ারি-নভেম্বর সময়ে এসব রাজ্যে পানীয় পণ্যটির গড় দাম দাঁড়িয়েছে ২৪৩ দশমিক ৮৭ রুপিতে, যা আগের বছরের একই সময়ের তুলনায় কেজিপ্রতি ৮৪ দশমিক ৭২ শতাংশ বেশি। ২০১৯ সালের প্রথম ১১ মাসে ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোয় চায়ের গড় দাম ছিল কেজিপ্রতি ১৫৯ দশমিক ১৫ রুপি।

এর আগে, গত বছরের জানুয়ারি-নভেম্বর সময়ে তামিলনাড়ু, কেরালা, কর্ণাটকসহ ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোয় প্রতি কেজি চায়ের গড় দাম দাঁড়িয়েছে ১৪০ রুপিতে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪৩ দশমিক ৮০ শতাংশ বেশি। ২০১৯ সালের জানুয়ারি-নভেম্বর সময়ের ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোয় পানীয় পণ্যটির গড় দাম ছিল কেজিপ্রতি ৯৭ দশমিক ৩৬ রুপি। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোয় চায়ের গড় দাম কেজিতে ৪২ দশমিক ৬৪ রুপি বৃদ্ধি পেয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়