সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৩ কোম্পানির মধ্যে ১৪০টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসির।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১২ জানুয়ারি) ডিএসইতে সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৪ টাকা ৩০ পয়সা বা ৭ দশমিক ২৩ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ক্রিস্টাল ইন্সুরেন্স কোম্পানী । কোম্পানিটির শেয়ার দর ৫ দশমিক ৬৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা মোজাফফর হোসেন স্পিনিংয়ের দর বেড়েছে ৫ দশমিক ১১ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি, পূবালী ব্যাংক, গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড, ইসলামী ব্যাংক, লাভেলো আইসক্রিম, আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড ফার্স্ট এবং নাহি অ্যালুমিনিয়াম কোম্পোসাইট প্যানেল পিএলসি।
এমকে