ক্যাটাগরি: পুঁজিবাজার

সূচক নিম্নমুখী, দেড় ঘণ্টায় কমেছে ২৪৬ শেয়ারদর

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় লেনদেনে ধীরগতি দেখা গেছে। সেই সঙ্গে এসময়ের মধ্যে দর হারিয়েছে ২৪৬ কোম্পানির শেয়ার।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (১১ জানুয়ারি) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা সাড়ে ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৩২ দশমিক ৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯৬৬ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৫ দশমিক ৪৬ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ১১ দশমিক ২২ পয়েন্ট কমে যথাক্রমে ১০০৫ ও ১৯০৩ পয়েন্টে অবস্থান করেছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৪২ কোটি ১৮ লাখ ৭২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৫৮টির, কমেছে ২৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৬কোম্পানির শেয়ারদর।

এমকে

শেয়ার করুন:-
শেয়ার