দেশের হয়ে মাঠে নামতে তর সইছে না মুশফিকের

দেশের হয়ে মাঠে নামতে তর সইছে না মুশফিকের
মুশফিকুর রহিম মাঠের মানুষ। জাতীয় দলের জার্সি গায়ে সেই মাঠে–ই যদি নামতে দেরি হয়, তাহলে কেমন লাগে! মুশফিকেরও আর তর সইছে না। শিগগিরই বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামতে চান দেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। নতুন বছরের শুভেচ্ছায় এমন কথাই জানিয়েছেন মুশফিক।

গত বছর দেশের হয়ে তেমন মাঠে নামতে পারেননি মুশফিক। করোনা মহামারি সব ভেস্তে দেয়। তবু জিম্বাবুয়ের বিপক্ষে একটা টেস্ট খেলে পেয়েছেন ডাবল সেঞ্চুরির দেখা। টেস্ট ক্রিকেটে দেশের সর্বোচ্চ রান সংগ্রাহকও এখন মুশফিক। জিম্বাবুয়ের বিপক্ষেই দুটি ওয়ানডে খেলে পেয়েছিলেন একটি ফিফটির দেখা। দুটি টি–টোয়েন্টি খেলে একটিতে ১৭ রান করলেও অন্য ম্যাচে ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি মুশফিক। গত বছরের মার্চে দেশের হয়ে সর্বশেষ খেলেছিলেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। তাঁর দেশের হয়ে খেলতে নামার তাড়নাটা তাই মোটেই অমূলক কিছু না।

ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে নতুন বছরের শুভেচ্ছাবার্তায় খেলার ইচ্ছা প্রকাশের পাশাপাশি আরও কিছু কথা বলেছেন ৩৩ বছর বয়সী এ ব্যাটসম্যান, ‘আরও একটা বছর চলে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, সর্বশক্তিমান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে ও সুস্বাস্থ্যে রেখেছেন। আমরা জানি ২০২০ সাল অনেকেরই চরম দুর্দশায় কেটেছে। একই সঙ্গে বছরটা আমাদের শিখিয়েছে জীবনের অনেক ছোট ব্যাপারে নতুন করে চিন্তা করতে, যেগুলো আমরা হয়তো চিন্তাই করতাম না। নতুন বছরে যেন আমরা নিজেদের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে নিজেদের আরও ভালো মানুষ হিসেবে তৈরি করতে পারি। জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে তর সইছে না আমার। আশা করি সবার মুখে হাসি এনে দিতে পারব ইনশাআল্লাহ। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’

সাকিব আল হাসান দেশের হয়ে সর্বশেষ খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে, আফগানিস্তানের বিপক্ষে সিরিজে। এরপর তো জুয়াড়ির প্রস্তাব গোপন করে নিষিদ্ধ হলেন সাকিব। নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেছেন গত অক্টোবরে। তিনি অবশ্য খেলার বিষয়ে কিছু বলেননি। ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে সাকিব লিখেছেন, ‘২০২১ সালকে স্বাগতম। নতুন বছরের শুভেচ্ছা।’

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও নতুন বছরের শুভেচ্ছা ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে। ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে তামিম লিখেছেন, ‘সৃষ্টিকর্তার রহমত সব সময় আপনাদের সঙ্গে থাকুক। এই আগামী বছরে সবার সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করি।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

২০২৩ সালে বাংলাদেশের সেরা কারা?
সর্বোচ্চ গোলদাতা হয়েই বছর শেষ করলেন রোনালদো
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাফল্যের হার ৭১ শতাংশ
ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা
বাংলাদেশ ম্যাচে কে এই নারী আম্পায়ার
সুখের মাউন্ট মঙ্গানুইয়ে বেরসিক বৃষ্টির জয়
টাইগারদের আগামী বছরের কর্মসূচিতে নেই অস্ট্রেলিয়া-ইল্যাংন্ড
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা হতে পারে জানুয়ারিতে