ক্যাটাগরি: বীমা

নন-লাইফ বীমায় ব্যক্তি এজেন্ট লাইসেন্স স্থগিত, ১ জানুয়ারি থেকে কার্যকর

নন-লাইফ বীমা খাতে ব্যক্তি এজেন্টদের কার্যক্রম স্থগিত করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। নন-লাইফ বীমা পলিসি গ্রহণকারীদের স্বার্থ সংরক্ষণ, বীমাগ্রহীতাদের আর্থিক ক্ষতি রোধ এবং খাতটিতে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) আইডিআরএ’র প্রশাসন বিভাগের উপসচিব ও পরিচালক আহমদ এহসান উল হান্নান স্বাক্ষরিত এই নির্দেশনা সংশ্লিষ্ট সব দপ্তর ও গণমাধ্যমে প্রেরণ করা হয়েছে।

আইডিআরএ সূত্র জানায়, কর্তৃপক্ষের অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী নন-লাইফ বীমা ব্যবসায় ব্যক্তি এজেন্ট লাইসেন্স বাতিল/স্থগিত করা হয়েছে। এর ফলে আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে নন-লাইফ বীমা ব্যবসায় কোনো ব্যক্তি এজেন্ট কার্যক্রম পরিচালনা করতে পারবে না।

চিঠিতে আরও বলা হয়, নন-লাইফ বীমা পরিচালনার ক্ষেত্রে ব্যক্তি এজেন্ট কমিশন বা কমিশনের নামে কোনো ধরনের আর্থিক সুবিধা প্রদানের সুযোগ থাকবে না। এ সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে অবগত করার জন্য একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

আইডিআরএ মনে করে, এই সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে নন-লাইফ বীমা খাতে অনিয়ম কমবে এবং বীমা ব্যবসার স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে।

এমকে

শেয়ার করুন:-
শেয়ার