সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ফারইস্ট ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, বুধবার (৭ জানুয়ারি) কোম্পানিটির শেয়ার দর টাকা ৬০ পয়সা বা ১০ দশমিক ৫২ শতাংশ কমেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ইন্টার ন্যাশনাল লিজিং। কোম্পানিটির শেয়ার দর ১০ দশমিক ৫২ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা ফাস ফাইন্যান্সের শেয়ার দর ৯ দশমিক ৫২ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- প্রিমিয়ার লিজিং, প্রাইম ফাইন্যান্স, পিপলস লিজিং, আরএসআরএস স্টিল, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স এবং ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
এসএম