ক্যাটাগরি: সারাদেশ

শরীয়তপুরের সখিপুরে নির্বাচন আচরণবিধি প্রতিপালনে মতবিনিময়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে নির্বাচন আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে শরীয়তপুরের সখিপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ১২টায় উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হক। সভায় প্রধান অতিথি ছিলেন শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ আলম।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম রাফসান রাব্বি, সখিপুর থানার ওসি (তদন্ত) ফরিদ আহমেদ, উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আক্তার আসামি, মামুন সরকার, আ. মান্নান মাঝি, হাবিবুর রহমান মাঝি, আ. হালিম মোল্লা, মোস্তফা মাদবর, সুমন বকাউল, আ. হামিদ বকাউল, ইমরান সরকারসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ।

সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন আচরণবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এসময় বক্তারা বলেন, নির্বাচনকালীন পরিবেশ শান্তিপূর্ণ রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য।

এসময় নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তর দেন অতিথিরা এবং সবার মধ্যে নির্বাচন বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

অর্থসংবাদ/তাহের/এসএম

শেয়ার করুন:-
শেয়ার