ক্যাটাগরি: পুঁজিবাজার

বেশিরভাগ শেয়ারের দরপতন, আরও কমেছে লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষে হয়েছে। এদিন লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২২৭ কোম্পানির শেয়ারদর কমেছে। একই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমান আরও কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (০৬ জানুয়ারি) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১ দশমিক ২৬ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৯৫৩ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ২৩ পয়েন্ট কমে ১০০৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৮ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে ১৮৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৪৫৪ কোটি ৬৯ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪৮৫ কোটি ৮১ লাখ ৯০৪ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯১টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০৮টি কোম্পানির, বিপরীতে ২২৭ কোম্পানির দর কমেছে। আর ৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

এমকে

শেয়ার করুন:-
শেয়ার