ক্যাটাগরি: আন্তর্জাতিক

মাদুরোকে আটকের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দরপতন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র তুলে নিয়ে যাওয়ার ঘটনায় বিশ্ববাজারে তেলের দামে প্রভাব পড়বে- এমনটা আশঙ্কা করা হয়েছিল। কিন্তু তেমনটা না হয়ে উল্টো বিশ্ববাজারে তেলের দরপতন হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) দিনের শুরুর লেনদেনে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৩৪ সেন্ট কমে দাঁড়িয়েছে ব্যারেল প্রতি ৬০ দশমিক ৪১ মার্কিন ডলার। ইউএস বেঞ্চমার্ক ক্রুড তেল ৩৬ সেন্ট কমে দাঁড়িয়েছে ব্যারেল প্রতি ৫৬ দশমিক ৯৬ মার্কিন ডলারে।

পুঁজিবাদী অর্থনীতি বিশেষজ্ঞ থমাস ম্যাথিউ এক প্রতিবেদনে বলেছেন, মাদুরোকে যু্ক্তরাষ্ট্রের আটক করার ঘটনা বিশ্বজুড়ে সংবাদ শিরোনাম হয়েছে। কিন্তু অর্থবাজারে টালমাটাল কোনও পরিস্থিতি দেখা যায়নি। ফলে স্বল্প-মেয়াদে এ ঘটনার অর্নৈতিক এবং আর্থিক খাতে প্রভাবটা খুব সামান্যই পড়বে বলে মনে করেন তিনি।

তেলের এই দরপতন থেকে এটাই প্রতীয়মান হয়, অপরিশোধিত তেলের বাজারে একসময়কার ভূরাজনৈতিক উত্তেজনা বা অনিশ্চয়তার যে ভীতি দেখা যেত, সাম্প্রতিক সময়ে সেরকমটি আর দেখা যাচ্ছে না। এমন নজির গতবছরও দেখা গেছে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার সময়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প গত শনিবার ভেনেজুয়েলায় অভিযান চালানোর পর বলেছেন, মার্কিন তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলায় গিয়ে ভেঙে পড়া তেল অবকাঠামো মেরামত করবে এবং উৎপাদন বাড়িয়ে তেল অন্য দেশে বিক্রিও করবে। এতে বাজারে বাড়তি তেল সরবরাহ হতে পারে এবং দাম কম থাকতে পারে বলে মনে করা হচ্ছে। বাজারে এরই মধ্যে তেল প্রচুর পরিমাণে থাকায় বর্তমানে প্রায় ছয় মাসের মধ্যে অশোধিত তেলের দাম সর্বনিম্ন পর্যায়ে আছে।

এদিকে, তেলের দাম কম থাকলেও মাদুরোকে আটকের জেরে বাজারে বেড়ে গেছে সোনার দাম। প্রায় ২ দশমিক ৭ শতাংশ বেড়েছে সোনার দাম। এতে আউন্স প্রতি সোনার দাম দাঁড়িয়েছে, ৪,৪৩৩ মার্কিন ডলারে। আর রূপার দাম বেড়েছে ৬ দশমিক ৬ শতাংশ।

এমকে

শেয়ার করুন:-
শেয়ার