শরীয়তপুরের সখিপুরে পশ্চিম মালতকান্দির বেপারী বাড়ি জান্নাতুন নাঈম নূরানী কিন্ডারগার্টেন মাদ্রাসায় অভিভাবক সমাবেশ, বই বিতরণ ও ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মোশারফ হোসেন ও হাফেজ মোহাম্মদ নুরে আলম আর ও উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজী আবুল বেপারী, সহ-সভাপতি মোশারফ হোসেন বেপারী, সহ-সভাপতি শাহ আলম বেপারী, সাধারণ সম্পাদক মিল্টন ভূঁইয়া, কোষাধ্যক্ষ (মাদ্রাসা ও মসজিদ বিষয়ক) জুলহাস বেপারী, জাহিদ হাসান সোভন এছাড়া উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক শফিকুল ইসলাম।
সহকারী শিক্ষক আসিফ মাহমুদ বক্তারা বলেন, নূরানী মাদ্রাসা শিক্ষার মাধ্যমে শিশুরা কুরআনভিত্তিক প্রাথমিক জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, শালীনতা ও ধর্মীয় মূল্যবোধে গড়ে ওঠে। এতে তারা দুনিয়াতে সুনাগরিক এবং আখিরাতে সফল জীবন গঠনের পথে এগিয়ে যেতে পারে।
অভিভাবকদের উদ্দেশ্যে বক্তারা বলেন, সন্তানদের মাদ্রাসায় ভর্তি করালে তাদের চরিত্র গঠন ও ইসলামী শিক্ষায় অগ্রগতি নিশ্চিত হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয় এবং কৃতী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এমকে