সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। এ সময় পরিবারের সদস্যরা তার সঙ্গে ছিলেন।
আজ শুক্রবার (২ জানুয়ারি) সকালে রাজধানীর জিয়া উদ্যানে দাদা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে সমাহিত দাদির কবরে শ্রদ্ধা জানাতে যান জাইমা রহমান ও স্বজনরা।
সকাল সাড়ে ১০টার দিকে জাইমা রহমান ২০ জন স্বজন নিয়ে জিয়া উদ্যানে যান। তারা সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর সমাধির পাশে দাঁড়িয়ে মোনাজাত করেন।
সমাধি জিয়ারত শেষে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে তারা ফিরে যান।
জাইমা রহমানের সঙ্গে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শার্মিলা রহমানসহ পরিবারের নিকটজনরা ছিলেন।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোকের আজ তৃতীয় ও শেষ দিন। আজ (২ জানুয়ারি) দেশের সব মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।
দেশে সব মসজিদে আজ জুমার নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হবে।
২০২৪ সালের শেষ দিন গত ৩১ ডিসেম্বর বুধবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক এই প্রধানমন্ত্রীকে তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে চিরশায়িত করা হয়।
ছেলে তারেক রহমান স্বজনদের সঙ্গে নিয়ে মাকে কবরে দাফন করেন। দাফনের আগে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে মরহুমার প্রতি রাষ্ট্রীয় সম্মাননা ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ সংলগ্ন বিশাল এলাকায় বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক জানাজা অনুষ্ঠিত হয়। কয়েক কিলোমিটার জুড়ে বিস্তৃত এই জানাজায় লাখ লাখ মানুষ অংশ নেন। শোকার্ত মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এই জানাজাকে সর্বকালের সর্ববৃহৎ জানাজা অভিহিত হচ্ছে।