পুঁজিবাজারে তথ্য ও প্রযুক্তি খাতে তালিকাভুক্ত আমরা নেটওয়ার্কসের ১৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানি কর্তৃক ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা।
বুধবার (৩০ ডিসেম্বর) ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হয়েছে।
কোম্পানির চেয়ারম্যান সৈয়দ ফারুক আহমেদের উপস্থিতিতে এজিএম অনুষ্ঠিত হয়। এ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফরহাদ আহমেদ, পরিচালক সৈয়দা মুনিয়া আহমেদ, পরিচালক ফাহমিদা আহমেদ, স্বতন্ত্র পরিচালক মাহবুব মুস্তাফিজুর রহমান, প্রধান অর্থ কর্মকর্তা মো. এনামুল হক এবং কোম্পানি সচিব সৈয়দ মনিরুজ্জামান।