‘মনস্টার হান্টার’ স্টার সিনেপ্লেক্সে

‘মনস্টার হান্টার’ স্টার সিনেপ্লেক্সে
বছরের প্রথম দিনে স্টার সিনেপ্লেক্স দর্শকদের জন্যে আনছে হলিউডের আলোচিত সিনেমা ‘মনস্টার হান্টার’।

‘রেসিডেন্ট ইভেল’ ও ‘মর্টাল কমব্যাক্ট’ খ্যাত পরিচালক পল ডব্লিউ এস অ্যান্ডারসন এই ছবিটির পরিচালক।

জনপ্রিয় গেইম ক্যাপকম অবলম্বনে নির্মিত ছবিটিতে হলিউডের পাশাপাশি চীন ও জার্মানির লগ্নি রয়েছে।

যুক্তরাষ্ট্রের এলিট মিলিটারি ফোর্সের ওয়ার্ম হোল ভ্রমণ ও মনস্টারের মুখোমুখি হওয়ার কাহিনি নিয়ে ক্যাপকমের এই ভিডিও গেম।

মজার ব্যাপার হলো ‘রেসিডেন্ট ইভেল’ ছবির কাহিনিও তৈরি হয়েছিল কম্পিউটার গেইম থেকে।

‘মনস্টার হান্টার’ এরইমধ্যে যুক্তরাষ্ট্র, চীনসহ কয়েকটি দেশে মুক্তি পেয়েছে। এটি যুক্তরাজ্যে মুক্তি পাবে ২৯ জানুয়ারি।

মুক্তির আগে থেকে আলোচিত ছবিটি মুক্তির পরও দর্শকদের আলোচনায় রয়েছে। মহামারির মধ্যেও প্রত্যাশার চেয়ে বেশি দর্শক হলে গিয়ে ছবিটি দেখছেন।

ছবির অন্যতম আকর্ষণ জনপ্রিয় অভিনেত্রী মিলা জেভোভিচ। ‘রেসিডেন্ট ইভেল’ অভিনেত্রী ‘মনস্টার হান্টার’-এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন।

এতে আরও অভিনয় করেছেন টনি জা, টিপ হ্যারিস, ম্যাগান গুড, দিয়েগো বোনেতা, জোশ হেলম্যান ও রন পার্লম্যান।

ছবিটিতে বিতর্কিত কৌতুকের কারণে চীনের সিনেমা হল থেকে সরানো হয়েছে ‘মনস্টার হান্টার’। স্থানীয় দর্শকদের অভিযোগ এ সিনেমায় তাদের ব্যঙ্গ করা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গিয়েছে।

মুক্তির প্রথম দিনেই চীন থেকে সিনেমাটি প্রায় ৫২ লাখ ডলার আয় করেছে। যা করোনার বাজার হিসেবে বেশ ভালো অংক। পরে কৌতুকের অংশটি সিনেমা থেকে আনুষ্ঠানিকভাবে বাদ দেওয়া হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

অল্পতেই সব শিখে যায় পদ্ম
২১ কোটির ‘অপারেশন জ্যাকপট’ শুরু ২৯ ডিসেম্বর
বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ১০ তারকা
২০০ কোটির ঘরে ‘ডাঙ্কি’
কাটা পড়লো অ্যানিমেলের ‘আপত্তিকর’ ২৭ মিনিট
‘পুলসিরাত’র জন্য দোয়া চান বুবলী
শীতে গলাব্যথা থেকে মুক্তির ঘরোয়া উপায়
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টিভিতে আবারও শুরু হচ্ছে সিসিমপুর
বিটিভি চট্টগ্রাম কেন্দ্রকে আরো আধুনিক করা হবে