নতুন বছরের প্রথম ও সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৬৩ শেয়ারের দর বেড়েছে। এছাড়া টাকার অংকে লেনদেনের পরিমান সামান্য বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (০১ জানুয়ারি) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৫ দশমিক ২৭ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৯১০ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৫ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে ১০০৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৫ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে ১৮৬৯ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৩৬৮ কোটি ১৫ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৫৪ কোটি ৪ লাখ ২৭ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯১টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৬৩টি কোম্পানির, বিপরীতে ৬৬ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
এমকে