বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানিয়ে ঢাকা ত্যাগ করেছেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়েন পো ডিএন ডুঙ্গেল।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে ঢাকা ছেড়ে গেছেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী। এই তথ্য জানিয়েছে ঢাকার ভুটান দূতাবাস।
ভুটান দূতাবাস জানায়, বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠানে অংশগ্রহণ করে আজ সকালে ঢাকা ত্যাগ করেছেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়েন পো ডিএন ডুঙ্গেল।
এদিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আজ বৃহস্পতিবার চলছে দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক। আগামীকাল শুক্রবার (২ জানুয়ারি) শেষ হবে শোক।
এমকে