ক্যাটাগরি: জাতীয়

পোস্টাল ভোটে নিবন্ধনের সময় বাড়লো

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৫ জানুয়ারি পর্যন্ত এ অ্যাপে নিবন্ধন করা যাবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টার পর এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, প্রবাসী ভোটার এবং দেশের অভ্যন্তরের নির্ধারিত তিন ক্যাটাগরির অনেক ভোটার নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে পারছেন না।

আখতার আহমেদ বলেন, ‘৩১ ডিসেম্বর পর্যন্ত যে সময়সীমা নির্ধারণ করা হয়েছিল, তার মধ্যে অনেকেই নিবন্ধন শেষ করতে পারেননি। এ কারণে বিভিন্ন দিক থেকে সময় বাড়ানোর অনুরোধ আসছিল। বিষয়টি বিবেচনা করে কমিশন সিদ্ধান্ত নিয়েছে আগামী ৫ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত নিবন্ধনের সুযোগ রাখা হবে। এরপর আর সময় বাড়ানোর সুযোগ থাকবে না।’

এর আগে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময়সীমা প্রথমে ২৫ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। পরে তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়। এবার দ্বিতীয় দফায় সময় বাড়িয়ে ৫ জানুয়ারি পর্যন্ত করা হলো।

শেয়ার করুন:-
শেয়ার