ক্যাটাগরি: পুঁজিবাজার

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৩৫৪ কোটি টাকা

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮০ শেয়ারের দর বেড়েছে। এছাড়া টাকার অংকে লেনদেন সামান্য বেড়ে ৩৫৪ কোটি টাকা ছাড়িয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩ দশমিক ৭৮ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৮৬৫ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ১০০০ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩ দশমিক ৯৬ পয়েন্ট কমে ১৮৫৩ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৩৫৪ কোটি ৪ লাখ ২৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩০৯ কোটি ৯৬ লাখ ৬৮ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৮০টি কোম্পানির, বিপরীতে ১২২ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৯০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

এমকে

শেয়ার করুন:-
শেয়ার