ক্যাটাগরি: জাতীয়

আল্লাহ খালেদা জিয়াকে জান্নাতের মেহমান বানিয়ে নিন: আজহারি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খ্যাতিমান ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্টে তিনি দেশনেত্রীর বিদায়ের জন্য দোয়া জানান। মাওলানা আজহারি লিখেছেন, তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছেন যেন মরহুমার আত্মা শান্তি পায় এবং জান্নাতে স্থান পান।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

আজহারি তার পোস্টে উল্লেখ করেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী—বেগম খালেদা জিয়া এই দুনিয়ার সফর শেষ করেছেন। আল্লাহ তাঁর ভুলত্রুটি ক্ষমা করুন, ভালো কাজগুলোকে কবুল করুন এবং জান্নাতের অতিথি বানান।

এই বার্তাটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। হাজার হাজার মানুষ সেখানে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় মন্তব্য করেছেন। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে আজহারির গ্রহণযোগ্যতা থাকায়, পোস্টটি রাজনৈতিক সীমা ছাড়িয়ে আধ্যাত্মিক ভাবাবেগের সৃষ্টি করেছে।

দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগে ভোরের সময়েই এই নেত্রী প্রয়াণ করেন। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং দেশি-বিদেশি অনেক বিশিষ্ট ব্যক্তিরা শোক প্রকাশ করেছেন। মাওলানা আজহারি তার সংক্ষিপ্ত পোস্টে মরহুমার জীবনের ভালো কাজের প্রতি আল্লাহর রহমত কামনা করেছেন এবং তাকে সর্বোচ্চ সম্মান প্রদানের জন্য প্রার্থনা করেছেন।

এমকে

শেয়ার করুন:-
শেয়ার