৪৩তম বিসিএসের আবেদন প্রক্রিয়া গতকাল বুধবার থেকে শুরু হয়েছে। গতকাল সকাল ১০টা থেকে আবেদন গ্রহণ শুরু হয়। আবেদন চলবে ৩১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত। অনলাইনের মাধ্যমে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন হবে। সেই আবেদনপ্রক্রিয়া কীভাবে হবে, এর জন্য প্রার্থীদের নির্দেশনা দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
৪৩তম বিসিএসের আবেদনের জন্য নতুন একটি নির্দেশনা প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সেখানে আবেদনের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়েছে। এছাড়া কীভাবে টাকা জমা দিতে হবে এবং অ্যাডমিট কার্ড তুলতে হবে, সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন একটি নির্দেশনা দেখতে : 43th BCS Instruction।
আরও পড়ুন:৪৩তম বিসিএসের আবেদন শুরু
পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।
এর আগে গত ৩০ নভেম্বর রাতে একসাথে দুই বিসিএসের (৪২ ও ৪৩তম) বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ইতোমধ্যে ৪২তম বিসিএসের আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে।