মাধ্যমিকের ৬৪৭ পাঠ্যবই অনলাইনে উন্মুক্ত

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সব পাঠ্যবই ছাপা ও সরবরাহের কাজ শেষ হলেও মাধ্যমিকের অধিকাংশ পাঠ্যবই এখনো ছাপানো ও সরবরাহ বাকি রয়েছে। ফলে নতুন শিক্ষাবর্ষের শুরুতে মাধ্যমিকের ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীরা সব বই হাতে পাচ্ছে না। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের পড়াশোনা নির্বিঘ্ন রাখতে আগেভাগেই অনলাইনে ৬৪৭টি পাঠ্যবই উন্মুক্ত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

রবিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর মতিঝিলে এনসিটিবির কার্যালয়ে অনলাইনে পাঠ্যবই উন্মুক্ত করার উদ্বোধন করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।

উদ্বোধনের পরপরই শিক্ষার্থীরা বিনা মূল্যে পাঠ্যবইয়ের সফটকপি (পিডিএফ) অনলাইনে পড়তে পারছে। একই সঙ্গে শিক্ষার্থী ও অভিভাবকেরা এনসিটিবির ওয়েবসাইটে প্রবেশ করে পাঠ্যবইয়ের অনলাইন সংস্করণ ডাউনলোড করতে পারছেন।

এনসিটিবি জানিয়েছে, উদ্বোধনের সঙ্গে সঙ্গেই তাদের ওয়েবসাইটে ২০২৬ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক, প্রাথমিক (বাংলা ও ইংরেজি ভার্সন), ইবতেদায়ি, ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাঁচটি ভাষা, মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন), দাখিল, দাখিল (ভোকেশনাল) এবং কারিগরি স্তরের সব পাঠ্যপুস্তকের অনলাইন সংস্করণ পাওয়া যাচ্ছে। মোট ৬৪৭টি পাঠ্যবইয়ের সফটকপি বর্তমানে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রয়েছে।

পাঠ্যপুস্তক বোর্ডের তথ্যমতে, মাধ্যমিক, দাখিল, দাখিল (ভোকেশনাল) ও কারিগরি স্তরের পাঠ্যবইয়ের মুদ্রণ ও সরবরাহ কার্যক্রম এখনো চলমান রয়েছে। ষষ্ঠ থেকে নবম শ্রেণির জন্য মোট ১৮ কোটি ৩২ লাখ ৮ হাজার ৬৯৩ কপি বইয়ের মধ্যে ৭৮ দশমিক ৭২ শতাংশ বই ছাপা শেষ হয়েছে। এর মধ্যে সরবরাহ করা হয়েছে ৫৮ দশমিক ৬৮ শতাংশ। ফলে এখনো প্রায় অর্ধেক বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানো বাকি রয়েছে।

শেয়ার করুন:-
শেয়ার