ক্যাটাগরি: সারাদেশ

শরীয়তপুরে দুই বিশিষ্ট ব্যক্তির জানাজা অনুষ্ঠিত

শরীয়তপুর জেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা মাঝি পরিবারের নাঈম ইসলাম শামীম মাঝীর বড় চাচা কালা মিয়া মাঝি এবং আ. রহমান গাজীর জানাজা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ ডিসেম্বর) মরহুম নুরুল হক মাঝির বাজার খানকাহ মাঠে অনুষ্ঠিত হয়। এতে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, কালা মিয়া মাঝি স্ট্রোকজনিত অসুস্থতায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর আগে তিনি কালেমা পড়তে পড়তে ইন্তেকাল করেন এবং জীবদ্দশায় সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন। অপরদিকে, আ. রহমান গাজী দীর্ঘদিন অসুস্থ থাকার পর মৃত্যুবরণ করেন।

জানাজা নামাজে ইমামতি করেন তারাবুনিয়া দরবার শরীফের পীর সাহেব, আলহাজ্ব হযরত মাওলানা আবু সালেহ। জানাজা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চান্দ্রা দরবার শরীফের নকশেবন্দী মুজাদ্দেদী সাইফী সাহেব (মা.জি.আ.) ড. এস. এম. হুজ্জাতুল্লাহ।

দোয়ায় মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে তাঁদের জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণ করার তাওফিক এবং সকল কবরবাসীর জন্য দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন আ. মান্নান মাঝি, দেলোয়ার হোসেন মাঝি, মামুন সরকার, আল আমিন সুমন মাঝি, ইমরান সরকার, জহিরুল ইসলাম রোকন মাঝিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিবৃন্দ। এলাকাবাসী মরহুমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

অর্থসংবাদ/তাহের/এসএম

শেয়ার করুন:-
শেয়ার