সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (২৮ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচুয়াল ফান্ডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৪৮ শতাংশ। আর তৃতীয় স্থানে থাকা আরামিটের দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৯১ শতাংশ।
দর বৃদ্ধির তালিকায় শীর্ষে থাকা থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- সায়হাম টেক্সটাইল মিলস, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, সাউথইস্ট ব্যাংক, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, তমিজুদ্দিন টেক্সটাইল, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড এবং আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান: স্ক্রিম ওয়ান।
এমকে