ক্যাটাগরি: সারাদেশ

হাবিব উল্যা ডিগ্রি কলেজে পুনর্মিলনীর প্রস্তুতি সভা

শরীয়তপুরের সখিপুরে অবস্থিত হাবিব উল্যা ডিগ্রি কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের বহুপ্রতীক্ষিত পুনর্মিলনী উৎসব আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টায় কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এই সভাটি সম্পন্ন হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা, জেলা বিএনপির সভাপতি এবং শরীয়তপুর-২ আসনের পদপ্রার্থী শফিকুর রহমান কিরন।

প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান কিরন প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে আবেগঘন স্মৃতি চারণ করেন। তিনি বলেন, এই কলেজটি কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়; এটি আমাদের সবার স্মৃতি, ঐতিহ্য ও আদর্শের প্রতীক। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যকার এই ঐক্যই প্রতিষ্ঠানের সবচেয়ে বড় শক্তি। তিনি আসন্ন পুনর্মিলনী অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান।

সভায় পুনর্মিলনী অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে বিভিন্ন প্রস্তাবনা ও পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে ছিল:

অতিথি আমন্ত্রণ: গুণীজন ও প্রবীণ শিক্ষকদের সম্মাননা প্রদান।

সাংস্কৃতিক আয়োজন: প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।

সার্বিক শৃঙ্খলা: অনুষ্ঠান চলাকালীন নিরাপত্তা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিতকরণ।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, পুনর্মিলনীকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা কাজ করছে। সভায় কলেজের শিক্ষক প্রতিনিধি, পুনর্মিলনী আয়োজক কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে সবাই একযোগে কাজ করে একটি সফল ও মিলনমুখর পুনর্মিলনী উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন:-
শেয়ার